ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

হিলিতে অস্ত্র-ককটেলসহ ৩ জেএমবি সদস্য আটক

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জুন ২২, ২০১৬
হিলিতে অস্ত্র-ককটেলসহ ৩ জেএমবি সদস্য আটক

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলিতে দেশীয় অস্ত্র ও ছয়টি ককটেলসহ জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (২২ জুন) ভোরে হিলির ডাঙ্গাপাড়া গ্রামের ঈদগাহ মাঠের কাছ থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে দু’টি চাপাতি, একটি ছোরা, ছয়টি ককটেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের জেএমবির সদস্য হিসেবে স্বীকার করেছেন বলে ডিবি সূত্রে জানা যায়।

আটক জেএমবি সদস্যরা হলেন- ঘোড়াঘাট উপজেলার দেওগ্রাম পূর্বপাড়া এলাকার হারুনুর রশীদের ছেলে আবু গালিবুর রহিম (২৩), হাকিমপুর উপজেলার বাগদোড় গ্রামের লুৎফর রহমানের ছেলে মুজাহিদুল হক মাত্তুম (২০) ও একই উপজেলার পাউশগাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আবু নাইম ফারুকি আজম (২০)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বাংলানিউজকে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ডিবি পুলিশের একটি দল হিলির ডাঙ্গাপাড়া এলাকার ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালায়। এসময় ওই তিনজনকে আটক করা হয়। এসময় তাদের শরীর তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ডিবি পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জুন ২২, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।