ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় বিএনপি-জামায়াত কর্মীসহ গ্রেফতার ৯

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
গাইবান্ধায় বিএনপি-জামায়াত কর্মীসহ গ্রেফতার ৯

গাইবান্ধা: গাইবান্ধার সাত উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৩ কর্মীসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ জুন) দিনগত রাত থেকে বৃহস্পতিবার (২৩ জুন) সকাল পর্যন্ত জেলার সাত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে জেলার সুন্দরগঞ্জ উপজেলা থেকে বিএনপির এক ও জামায়াতের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, ভাঙচুর, নাশকতা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক মামলায় আরো ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আশাদুজ্জামান আসাদ।

তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ জানান, দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।