ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘সরকারের সাফল্য ম্লান করতে ষড়যন্ত্র চলছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
‘সরকারের সাফল্য ম্লান করতে ষড়যন্ত্র চলছে’

ঢাকা: সরকারের সাফল্য ম্লান করতে ষড়যন্ত্রকারী গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের অংশীদার সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

কিন্তু একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠী, যারা দেশের শত্রু, মানবতার শত্রু, তারা সরকারের সাফল্যকে ম্লান করতে ষড়যন্ত্র করছে। তাই আমাদের সকলকে মানবতার শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্যবাদী দল ঢাকা মহানগর শাখা আয়োজিত এক মানববন্ধনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। ঈদুল ফিতর উপলক্ষে ২০ রমজানের মধ্যে শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস ও বকেয়া পরিশোধের দাবিতে এবং ঘরমুখী বাস-ট্রেনের যাত্রীদের দুর্ভোগের প্রতিবাদে’ এ মানববন্ধনের আয়োজন করা হয়।

দিলীপ বড়ুয়া বলেন, প্রতিবছর ঈদের সময় একটি স্বার্থান্বেষী মহল শ্রমিকদের লেলিয়ে দিয়ে খেলা দেখে। শ্রমিকদের উস্কানি দেওয়ার কারণে গার্মেন্টস শিল্পে অস্থিরতা বিরাজ করে। ফলে ঈদের আগে প্রতিবছর দেশে হট্টগোলের সৃষ্টি হয়। যা সামলাতে সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়।

তিনি বলেন, যারা শ্রমিকদের মধ্যে অস্থিরতা তৈরির পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হতে হবে। কেননা তারা চায় না দেশের উন্নয়ন হোক। দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাক। শ্রমিকরা আমাদের দেশের সম্পদ। শ্রমিকদের তৈরি পোশাক আজ বিশ্বব্যাপী সমাদৃত। সেজন্য শ্রমিকদের প্রতি সরকারেরও নজর দিতে হবে।

ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার দাবি জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, শ্রমিকদেরও ঈদ আছে। তারা যেন ভালোভাবে সবার সঙ্গে ঈদ উদযাপন করতে পারে সেটি গার্মেন্টস মালিকদের নিশ্চিত করতে হবে। সারাবছর কাজ করে আমরা যেমন চাই সবার সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে, তেমনিভাবে শ্রমিকরাও চায় সবার সঙ্গে ঈদ করতে।  

বাস ও ট্রেনের যাত্রীদের দুর্ভোগ লাঘবে সরকারের হস্তক্ষেপ কামনা করে দিলীপ বড়ুয়া বলেন, ঈদে প্রতিবছর যাত্রীদের বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়। এছাড়া, টিকিট কেটেও অনেকে বিড়ম্বনার শিকার হন। তাই এবার যেন কোনো ধরনের যাত্রী হয়রানির শিকার না হোন, সেদিকে সরকারের ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য লুৎফুর রহমান, অধ্যাপক প্রদ্যুৎ কুমার ফনি, আবু আহমেদ সাহাবুদ্দিন, ধীরেন সিংহ, কানাই লাল তালুকদার, শ্রমিক নেতা শামসুদ্দিন, সুনীল নীল, ইউনুস শিকদার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এসজে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।