ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীর ৭ ইউপি চেয়ারম্যানের শপথগ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
ফেনীর ৭ ইউপি চেয়ারম্যানের শপথগ্রহণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর ৭ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) আমিন উল আহসান তাদের শপথবাক্য পাঠ করান।

এর মধ্যে ফেনী সদরের চারজন ও ছাগলনাইয়া থানার তিনজন নবনির্বাচিত চেয়ারম্যান শপথ নিয়েছেন।

ফেনী সদরের শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন- সদরের ফরহাদ নগর ইউপির মোশারফ হোসেন টিপু, ছনুয়ায় করিমুল্লাহ বিকম, লেমুয়ায় মোশারফ হোসেন নসিম ও ধলিয়ায় আনোয়ার আহম্মদ মুন্সী।

ছাগলনাইয়া থানার শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন- রাধা নগর ইউপির মাহবুবুর রহমান মাহবুব, শুভপুরের মো. সেলিম উদ্দিন ও মহামায়ার গরীব শাহ।

এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হোসেন, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিকেএম এনামুল হক, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম ও ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেসবাউল হায়দার চৌধুরী সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।