ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘যতো ষড়যন্ত্র, ততোই উজ্জ্বল হয়েছে আ’লীগ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
‘যতো ষড়যন্ত্র, ততোই উজ্জ্বল হয়েছে আ’লীগ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংগৃহীত)

ঢাকা: দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগ ভাঙার ষড়যন্ত্র যতবার করেছে, তত আরও উজ্জ্বল হয়েছে দল, এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্ষমতাসীন আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল পৌনে ৫টার দিকে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



***আরও পড়ুন: ইফতার পার্টিতে বসে অজস্র মিথ্যা বলে যাচ্ছেন তিনি

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সব সময় নীতি আদর্শ নিয়ে থেকেছে। দীর্ঘ ২১ বছর পর যখন আমরা ক্ষমতায় আসি, তখনও সেই আদর্শ নিয়ে কাজ করেছি, এখনও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। জাতির পিতা আমাদের যে আদর্শ দিয়ে গেছেন, আমরা সেই আদর্শ নিয়েই আছি। জাতির পিতা বলতেন- ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। কাজেই আমরাও কখনও ভিক্ষুকের জাতি হতে চাই না।

প্রধানমন্ত্রী বলেন, এই দলটির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, তবে আওয়ামী লীগের শেকড় এতো শক্ত, যার অবদান তৃণমূলের নেতাকর্মীদের। যতবার এই দল ভাঙার ষড়যন্ত্র হয়েছে ততবার উজ্জ্বল হয়েছে দল। আঘাত আমাদের বিরুদ্ধে বারবার এসেছে, সব আঘাত সহ্য করে আমরা এগিয়ে গেছি। হয়ত উপরের নেতারা ভুল করেছেন, তৃণমূল আওয়ামী লীগ নেতারা কখনও ভুল করেননি। সব নির্দেশনা মেনে তারা কাজ করে গেছেন।

যে সংগঠনের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই সংগঠনই জাতিকে অর্থনৈতিক মুক্তির পথ দেখাচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এই দেশ হবে দারিদ্র্যমুক্ত, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। বাঙালি জাতি যা পেয়েছে আওয়ামী লীগের কাছে থেকেই পেয়েছে। আমরা দারিদ্যের হার কমিয়েছি, অর্থনৈতিক উন্নয়নে এগিয়েছি।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এমইউএম/টিআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।