ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘আ.লীগ সরকার জনগণের প্রতি বেশি দায়বদ্ধ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
‘আ.লীগ সরকার জনগণের প্রতি বেশি দায়বদ্ধ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের প্রতি বেশি দায়বদ্ধ, এটা প্রমাণ হয়েছে। বিএনপি সরকারের আমলে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না।

শুক্রবার (২৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে তথ্যমন্ত্রী কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়া জামায়াত এবং জঙ্গিদের সঙ্গ ত্যাগ করলে সরকার খুব দ্রুত জঙ্গি দমন করতে পারবে।

এসময় কুষ্টিয়া পুলিশ, সুপার প্রলয় চিসিম, মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম ও জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশে সময়: ২০০০ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।