ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া পাল্টা আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া পাল্টা আহত ৬

সিলেট: সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন।

 

শুক্রবার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঠানটুলা লন্ডনী এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নাজমুস সামস তুষার নামে একজনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত অন্যরা হলেন, সায়েম, ফাহিম, সাহেদ, শাহীন ও বুলবুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আড্ডা দেওয়াকে কেন্দ্র করে  সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার ও সাবেক ছাত্রলীগ নেতা বুলবুল আহমদের মধ্যে বিরোধ চলে আসছিলো।

শুক্রবার রাত ১১টার দিকে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার গ্রুপের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বুলবুল গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে নাজমুস সামসসহ ৬ জন আহত হন। আহত নাজমুস সামস মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রাজউদ্দিনের ছেলে।

সিলেট মহানগর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার কথা শুনেছেন। খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।