ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
‘গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে’

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খাদ্যসহ দেশের প্রবৃদ্ধি বেড়েছে। বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করে গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুত পৌঁছে দেওয়া হয়েছে।

কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যেমে গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, যারা রাজনৈতিক স্থিতিশীলতা বাধাগ্রস্ত করে তারা মানুষের কল্যাণ চায় না, ধ্বংস চায়। বাংলার মাটিতে তাদের স্থান হবে না।

শনিবার (২৫ জুন) সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশ পরিচালনায় সরকারের ব্যাপক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি মহল রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের পায়তারা করছে। আর ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে দেশে গুপ্তহত্যা চালাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, একাত্তরের ঘাতকদের লালনকারীরা এখন দিশেহারা হয়ে স্থিতিশীল রাজনীতিকে অস্থিতিশীল করার প্রয়াস চালাচ্ছে। কিন্তু জনগণের ভালবাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সাবেক এমপি তানভীর শাকিল জয়, মোজাম্মেল হক বকুল সরকার, খলিলুর রহমান, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।