ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মাগুরায় আ.লীগের দু’গ্রুপের সংর্ঘষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
মাগুরায় আ.লীগের দু’গ্রুপের সংর্ঘষে নিহত ১

মাগুরা: মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংর্ঘষে রিয়াবুল শেখ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৬ জুন) সকালে উপজেলার রাজাপুর চরপাড়া গ্রামে সংর্ঘষের এ ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন উভয়পক্ষের ১০ জন।

আহতদের মধ্যে চারজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শ্রীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা বাংলানিউজকে জানান, আমলসার ইউনিয়নের ‍আ.লীগ নেতা চাঁদ আলী ও শফিউর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে সকালে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে।

এসময় সড়কির কোপে ঘটনাস্থলেই শফি মোল্লার সমর্থক রিয়াবুল নিহত হন। এসময় ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।