ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি ক্ষমতায় গেলে গুম-বিচারবহির্ভূত হত্যা হবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
‘বিএনপি ক্ষমতায় গেলে গুম-বিচারবহির্ভূত হত্যা হবে না’ ছবি: পিয়াস- বাংলানিউজটোয়েন্টফোর.কম

ঢাকা: সরকারের জবাবদিহিতা না থাকার কারণেই দেশে গুম, বিচারবহির্ভুত হত্যা, জঙ্গিবাদের উত্থান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।

 

একই সঙ্গে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে দেশে একটিও গুম ও  বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না বলে ঘোষণা দিয়েছেন তিনি।

 

রোববার (২৬ জুন) দুপুরে রাজধানীর  রমনায় আইইবি (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ) মিলনায়তনে এক আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ এসব কথা বলেন।

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ‘শুধু শহরে নয়, গ্রামাঞ্চলেও হামলা, মামলা, নির্যাতন, গুম, হত্যা চালানো হচ্ছে। দেশে কোথাও কেউ নিরাপদ নয়। জঙ্গিবাদ বেড়েই চলছে। এসব হওয়ার মূল কারণ হচ্ছে-সরকারের জবাবদিহিতা না থাকা।

‘এই সরকারের আমলে কোনোভাবেই বিচারবহির্ভূত হত্যা বন্ধ হবে না। কারণ নির্বাচনের আগে তারা ওয়াদা করেছিলেন- সরকার গঠন করলে এসব বন্ধ হবে। কিন্তু তা হয়নি। বরং দিন দিন এ ধরনের নৈরাজ্য বেড়েই চলেছে। ’

বিএনপি ক্ষমতায় গেলে নৈরাজ্য বন্ধ হবে জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে দেশে একটিও গুম, বিচারবহির্ভুত হত্যাকাণ্ড হবে না। ’

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, দেশ আজ ভয়ঙ্কর দুঃসময় পার করছে। যারা হত্যাকারী তারা দুর্বল। এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই নির্যাতনের শিকার হতে হচ্ছে। তাই ঐক্যবদ্ধ হয়ে জালিম সরকারের অত্যাচার শক্ত হাতে মোকাবেলা করতে হবে।


অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।

আলোচনা সভার শুরুতে গুম ও হত্যার শিকার নেতাকর্মীদের পরিবারের পক্ষ থেকে কয়েকজন বক্তব্য দেন। এ সময় স্বজনদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
একে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।