ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নাসিরনগরে ১০ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
নাসিরনগরে ১০ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

ব্রাহ্মণবাড়িয়া: তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১০ চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে।

রোববার (২৬ জুন) দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক লুৎফুন নাহার তাদের শপথবাক্য পাঠ করান।

ইউনিয়নগুলো হলো-চাতলপাড়, ভলাকুট, কুন্ডা, বুড়িশ্বর, গুনিয়াউক, চাপরতলা, গোকর্ণ, পূর্বভাগ, হরিপুর ও ধরমন্ডল।

এছাড়া উচ্চ আদালতে রিট পিটিশন থাকায় নাসিরনগরের বাকি তিন ইউনিয়ন সদর, ফান্দাউক ও গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা শপথ নিতে পারেননি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছমিন নাহার রুমার সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জেম আহমদসহ বিভিন্ন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।