ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় দুর্বৃত্তের হামলায় ইউপি চেয়ারম্যান আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
খুলনায় দুর্বৃত্তের হামলায় ইউপি চেয়ারম্যান আহত

খুলনা: খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতা মো. আশিকুজ্জামান আশিক দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন। এসময় আরও এক ব্যক্তি গুরুতর আহত হন।

সোমবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর মোহাম্মদ নগর এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জলমা ইউপি চেয়ারম্যান মো. আশিকুজ্জামান আশিক নামাজ শেষে একটি দোকানে বসে লোকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ২০-২৫ জনের একটি দল তাকে হামলা করে।

আশিকুজ্জামান দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে দুর্বৃত্তরা ওই বাড়িতে ঢুকেই তাকে মারধর করে। তাকে রক্ষা করতে গিয়ে শহীদ নামে এক ব্যক্তি এসময় আহত হন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে একটি গ্রুপ এ হামলা চালায়।

বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এমআরএম/এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।