ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সাদুল্যাপুরে ইউপি চেয়ারম্যানদের শপথগ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
সাদুল্যাপুরে ইউপি চেয়ারম্যানদের শপথগ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ১১ ইউপির মধ্যে ১০ ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুন) বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) আব্দুস সামাদ এ শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন- নলডাঙ্গা ইউপির তরিকুল ইসলাম নয়ন, দামোদরপুরের এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন, জামালপুরের নুরুজ্জামান মণ্ডল, ফরিদপুরের নুর আযম মণ্ডল নিরব, ধাপেরহাটের রফিকুল ইসলাম নওশা, ইদিলপুরের রাব্বী আব্দুল্লা, ভাতগ্রামের এটিএম রেজানুর ইসলাম, বনগ্রামের শাহীন সরকার, কামারপাড়ার শামছুল আলম ও খোর্দ্দকোমরপুরের আরিফুর রহমান চৌধুরী শামীম।

আইনি জটিলতা থাকায় উপজেলার এক নম্বর রসুলপুর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান রবিউল করিম দুলা শপথ গ্রহণ করতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।