ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ধুনটে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
ধুনটে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত ‍নারী সদস্যরা শপথ নিয়েছেন।

 

বুধবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ধুনট উপজেলা পরিষদের হলরুমে সদস্যদের শপথবাক্য পাঠ করান ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একেএম সরোয়ার জাহান।

অনুষ্ঠানে সাধারণ সদস্য পদে ৯০ জন ও সংরক্ষিত সদস্য পদে ২৯ জন শপথ নেন।

এ সময় উপস্থিত ছিলেন- ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুন, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, নুরজাহান আক্তার, ধুনট উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান, রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম, ওবায়েদুল হক ও সফিকুল ইসলাম ‍প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
এএনজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।