ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় শপথ নিলেন ২৬ ইউপি চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
বগুড়ায় শপথ নিলেন ২৬ ইউপি চেয়ারম্যান

বগুড়া: বগুড়ায় চার উপজেলার ২৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

বুধবার (২৯ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন এ শপথ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন শপথ বাক্য পাঠ করান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খোরশেদ আলম, জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগে উপ-পরিচালক এস. এ. এম রফিকুন্নবী, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেরপুর উপজেলার ১০টি, ধুনট উপজেলার ৯টি, নন্দীগ্রাম উপজেলার ৫টি ও শিবগঞ্জ উপজেলার ২টি ইউনিয়নের চেয়ারম্যানরা শপথ নেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।