ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জলঢাকার কাঁঠালী ইউপি সদস্যদের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
জলঢাকার কাঁঠালী ইউপি সদস্যদের পদত্যাগ

নীলফামারী: নীলফামারী জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিনের মুক্তির দাবিতে পদত্যাগ করেছেন ওই ইউপির ১২ সদস্য।
 
বুধবার (২৯ জুন) সকালে একযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর পদত্যাগপত্র পাঠান তারা।

বাংলানিউজকে এ তথ্য জানান, কাঁঠালী ইউপির তিন নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য আবুল কাশেম।

তিনি জানান, তুহিন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। চলতি বছরের ১৪ জুন (মঙ্গলবার) একটি মিথ্যা মামলায় পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। কিন্তু তিনি মুক্তি না পাওয়ায় ইউপির যাবতীয় কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত ছাড়াও সাধারণ মানুষ নাগরিক সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন।
 
বুধবার সকালে ইউপির সব সদস্যরা জরুরি বৈঠক শেষে  একযোগে পদত্যাগ করেন।

এ বিষয়ে ইউএনও হাসান হাবিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, আমি দপ্তরের কাজে ঢাকায় অবস্থান করছি। ইউপি সদস্যদের পদত্যাগের খবরটি আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।