ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে জামায়াত-শিবিরের তিন নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
রাজশাহীতে জামায়াত-শিবিরের তিন নেতা আটক

রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের তিন নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে।

আটকরা হলেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও বারের সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সেলিম, জামায়াত নেতা মোয়াজ্জোম হোসেন ও শিবির নেতা কাজী মামুন রানা।

তাদেরকে পুলিশের ওপর হামলা ও নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এসএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।