ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় তারেকের ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
বগুড়ায় তারেকের ঈদ সামগ্রী বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে শহর এলাকায় বিগত সময়ে সরকার পতন আন্দোলনে বিএনপি-যুবদলের যেসব নেতাকর্মী শহীদ, পঙ্গু ও দীর্ঘদিন জেল খেটেছেন তাদের পরিবারের সদস্যদের মধ্যে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

এছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশবাসীকে ঈদের বার্তায় সরকারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা যুবদলের সভাপতি ও কাউন্সিলর সিপার আল বখতিয়ার, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, মো. আরফান, মনোয়ার হোসেন হীরা প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।