ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

পবিত্র লাইলাতুল কদরে দেশবাসীকে মোবারকবাদ খালেদা জিয়ার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
পবিত্র লাইলাতুল কদরে দেশবাসীকে মোবারকবাদ খালেদা জিয়ার

ঢাকা: পবিত্র লাইলাতুল (শবে কদর) কদর উপলক্ষে এক বাণীতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

শুক্রবার (০১ জুলাই) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো বাণীতে খালেদা জিয়া বলেন, আমি বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

কামনা করি তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি। এ পবিত্র কদর রাতটি জ্যোতির্ময় মহিমান্বিত রাত। ধর্মপ্রাণ মুসলমানরা এই পবিত্র রজনীতে আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন।

আজকের এ মহান রাতে আমি আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে দেশ ও জনগণের কল্যাণের জন্য, মুসলিম উম্মাহর অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা জানাই। আমাদের উপর তার অশেষ করুণা বর্ষিত হোক।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।