ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘খালেদা গণতন্ত্রের জন্য বিপদজনক’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
‘খালেদা গণতন্ত্রের জন্য বিপদজনক’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: ‘খালেদা জিয়া জঙ্গি ও রাজাকারদের সঙ্গী হওয়ায় গণতন্ত্রের জন্য বিপদজনক হয়ে উঠেছেন’ বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার (০১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এ একথা বলেন তিনি।

‘বিজিবি সর্ম্পকে খালেদা জিয়ার’ উক্তিকে দুঃখজনক আখ্যায়িত করে হাসানুল হক ইনু বলেন, অতীতের বিডিআর বর্তমানে বিজিবি অত্যন্ত সাহসী, দক্ষ ও দেশপ্রেমিক বাহিনী। বিজিবি কখনোই ‘বিড়াল’ ছিলো না তারা বাহাদুর বাহিনী।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জাসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।