ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে জাসদের ঈদ বস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
ময়মনসিংহে জাসদের ঈদ বস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ঈদ উপলক্ষে ময়মনসিংহে গরিব ও দুস্থদের মধ্যে নতুন কাপড় বিতরণ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

শনিবার (০২ জুলাই) দুপুরে নগরীর মদন বাবু রোডে সংগঠনের ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এসব কাপড় বিতরণ করা হয়।

জেলা জাসদ কার্যালয়ে গরিব ও দুস্থ প্রায় দেড় শতাধিক নারী ও পুরুদের হাতে শাড়ি-লুঙ্গি তুলে দেন জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন।

এ সময় জেলা জাসদ নেতা অ্যাডভোকেট শিব্বির আহম্মেদ লিটন, আমিনুল ইসলাম, শামছুল হুদা বাবুল, এমদাদুল হক, হামিদুল ইসলাম, হুমায়ুন কবীর তারা, আনিছুর রহমান শাহীন, ছাত্রনেতা জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৬৪৩ ঘণ্টা, জুলাই ০২, ২০১৬
এমএএএম/এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।