ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ জেলা ছাত্রদলের ইফতার মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
ময়মনসিংহ জেলা ছাত্রদলের ইফতার মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ জুলাই) সন্ধ্যায় নগরীর হরিকিশোর রায় রোডে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা সুজা’র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফখরুদ্দিন বাচ্চু, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, উপজেলা চেয়ারম্যান আবুল বাশার আকন্দ, নগর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ শিব্বির আহমেদ বুলু, কেন্দ্রীয় যুবদল নেতা লিটন আকন্দ।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, জেলা ছাত্রদল নেতা মাহাবুব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জুলাই ০২, ২০১৬
এমএএএম/ওএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।