ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জাপার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
বগুড়ায় জাপার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদর উপজেলা জাতীয় পার্টির (জাপা) নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 শনিবার (০২ জুলাই) বিকেলে শহরের টিএমএসএস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
সদর উপজেলা জাপার সভাপতি এইচ এম ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বিরোধী দলীয় হুইপ নূরুল ইসলাম ওমর এমপি।
 
এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বগুড়া জেলা কমিটির নেতা অ্যাডভোকেট শাজাহান আলী তালুকদার, সামছুল আলম তালুকদার, ফজলে রহিম মঞ্জু,  হাজী নুরুল আমিন বাচ্চু, অ্যাডভোকেট সাথী হান্নান, ফারুক আহম্মেদ, লুৎফর রহমান স্বপন, ছানাউল্লা ছানা, আব্দুল্লাহ আল মামুন, আজিজ আহমেদ রুবেল, সাহিদুল ইসলাম, সাখাওয়াত হোসাইন জনি, সফিকুল ইসলাম সুইট, আলমগীর হোসেন, মাকছুদ আলম প্রমুখ।
 
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
 
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জুলাই ০২, ২০১৬
এমবিএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।