ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

টেকনাফ সদর ইউনিয়ন আ’লীগ সভাপতিকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
টেকনাফ সদর ইউনিয়ন আ’লীগ সভাপতিকে গুলি করে হত্যা

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সিরাজুল ইসলামকে (৬৮) গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এসময় গুলিবিদ্ধ হয়েছেন তার স্ত্রী ইয়াসমিন আক্তার।

রোববার (৩ জুলাই) দিনগত রাত আড়াইটায় তার বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের মরদেহ ও আহতকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় কারা জড়িত কিংবা এর কারণ জানা যায়নি।  

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের আটক করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
টিটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।