ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

হামলার প্রতিবাদে বগুড়ায় ছাত্রলীগের মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
হামলার প্রতিবাদে বগুড়ায় ছাত্রলীগের মিছিল-সমাবেশ

বগুড়া: রাজধানীর গুলশানে হামলার ঘটনার প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছে বগুড়া জেলা ছাত্রলীগ।

সোমবার (৪ জুলাই) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে ফের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে বক্তব্য রাখেন-জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, সহ-সভাপতি সনত কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, আজিজুল হক, বেনজীর আহম্মেদ, আসলাম হোসেন, শাহ সুলতান, জাকিউল আলম জনি, আতাউর রহমান আতা, শেখ ফারহান অরছি, ওবায়দুল্লাহ সরকার স্বপন, শামীম হোসেন ও আলমগীর হোসেন স্বপন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
এমবিএইচ/আরআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।