ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগ নেতারা কে কোথায় ঈদ করবেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জুলাই ৫, ২০১৬
আ.লীগ নেতারা কে কোথায় ঈদ করবেন

ঢাকা: ঈদুল ফিতরে প্রতিবারের মতো এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগের অধিকাংশ নেতাই ঢাকার বাইরে নিজ নিজ নির্বাচনী এলকায় যাবেন। আবার ঈদে যারা ঢাকায় থাকছেন তাদের অনেকেরই নির্বাচনী এলাকা ঢাকায়।


 
আবার যারা ঢাকায় ঈদ করছেন এলাকায় যেতে পারছেন না তারা ইতোমধ্যে নিজ নির্বাচনী এলাকা ঘুরে এসেছেন। তবে ঢাকায় যারা ঈদ করছেন তাদের অধিকাংশই দলের সিনিয়র নেতা।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ করবেন ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। ঈদের নামাজের পর প্রতি বছরের মতই সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগসহ রাজনৈতিক দলের নেতাকর্মী, বিদেশি কুটনীতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রী সকাল ৯টা থেকে ঈদ শুভেচ্ছা বিনিময় শুরু করবেন।
 
দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বর্তমানে লন্ডন অবস্থান করছেন। গত ২৭ জুন তার দেশে ফেরার কথা ছিলো। এর মধ্যে দেশে না ফিরলে সেখানেই তিনি ঈদ করবেন। দেশে থাকলে তিনি কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে ঈদের নামাজ পড়েন।  

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ঈদ করবেন ঢাকায়। উপদেষ্টা পরিষদ সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকা সিলেটে। উপদেষ্টা পরিষদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঈদ ঢাকায় করছেন। তবে তিনি ইতোমধ্যে নিজ নির্বাচনী এলাকা ঘুরে এসেছেন। উপদেষ্টা পরিষদ সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঈদ করবেন ভোলাতে, সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ঈদ ঢাকায় করবেন। তিনি ইতোমধ্যে তার নির্বাচনী এলাকা শেরপুর থেকে ঘুরে এসেছেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ঢাকায় ঈদ করবেন। তিনি তার নির্বাচনী এলকা সিরাজগঞ্জ ঘুরে এসেছেন। শেখ ফজলুল করিম সেলিম ঢাকায়, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম, কাজী জাফরুল্লাহ ঢাকায়, অ্যাডভোকেট সাহারা খাতুন ঢাকায় ঈদ করবেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ঢাকায় ঈদ করবেন। ডা. দীপু মনি ঈদ করবেন নির্বাচনী এলাকা চাঁদপুরে। জাহাঙ্গীর কবীর নানক ঢাকায়। সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন নেত্রকোণা, আ ফ ম বাহাউদ্দিন নাছিম মাদারীপুর, বিএম মোজাম্মেল হক শরীয়তপুর, খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর, আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক টাঙ্গাইল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু কুমিল্লা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেটে নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া ঈদ করবেন ঢাকায়। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ঢাকায়,  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ঈদ করবেন তার নির্বাচনী এলাকা জামালপুরে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ঈদ করবেন নির্বাচনী এলাকা রাজশাহীতে, বিদুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ঢাকায়, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নির্বাচনী এলাকা নাটোরের সিংড়ায়। কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল ঢাকায়, আমিনুল ইসলাম আমিন চট্টগ্রামে, খায়রুজ্জামান লিটন রাজশাহীতে ঈদ করবেন।

নির্বাচনী এলাকার লোকজন ও আত্মীয় স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন সংসদ সদস্যরা। তবে নেতাদের কেউ কেউ ওই দিনই ঢাকায় ফিরবেন। আবার অনেকেই এলাকায় দু’এক দিন থেকে আসবেন।
 
বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৬
এসকে/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।