ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

গৌরনদীতে পিকআপচাপায় আ’লীগ নেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জুলাই ৫, ২০১৬
গৌরনদীতে পিকআপচাপায় আ’লীগ নেতা নিহত

বরিশাল: বরিশাল জেলার গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কে মালবোঝাই পিকআপের চাপায় মজিবর রহমান খান (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।

সোমবার (৪ জুলাই) দিবাগত রাতে মোল্লাবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তা মজিবর রহমান খান চাঁদশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম শাওড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. হিরন বাংলানিউজকে জানান, মজিবর রহমান খান রাতে নিজ বাড়ি থেকে বের হয়ে মোল্লাবাড়ি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে গৌরনদী থেকে আগৈলঝাড়াগামী একটি পিকআপভ্যান মজিবর রহমান খানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক পিকআপটি আটক করেছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ঘণ্টা, জুলাই ০৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।