ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিকরগাছায় দলীয় প্রতিপক্ষের গুলিতে আওয়ামী লীগ কর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জুলাই ৫, ২০১৬
ঝিকরগাছায় দলীয় প্রতিপক্ষের গুলিতে আওয়ামী লীগ কর্মী নিহত

যশোর: যশোরের ঝিকরগাছা উপজেলায় দলীয় প্রতিপক্ষের গুলিত হাসান সরদার (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের মঠবাড়ী গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির ভাই স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রাহাজ্জন সরদার বাংলানিউজকে জানান, ভোর ৪টার দিকে দলীয় প্রতিপক্ষ মহিউদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালায়। এসময় তার ভাই হাসান সরদার ঠেকাতে এলে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।

ঝিকরগাছা থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির উদ্দিন বাংলানিউজকে জানান, ফুল ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।