ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বিএনপি নেতাকে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জুলাই ৮, ২০১৬
বগুড়ায় বিএনপি নেতাকে হত্যা

বগুড়া: বগুড়ায় সদর উপজেলার গোকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন পাইকারকে (৫৫) হত্যা করে মরদেহ গাছের সাথে বেধে রেখে গেছে দুর্বৃত্তরা।   নিহত নিজাম বাঘোপাড়া উত্তরপাড়া গ্রামের মৃত ইজ পাইকাড়ের ছেলে।

 

শুক্রবার (৮ জুলাই) সকাল ১০ টার দিকে খবর পেয়ে বাঘোপাড়া ঈদগাহ মাঠের পাশ থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে বাঘোপাড়া বন্দরে নিজের দোকান ‘নিজাম উদ্দিন গিফট কর্নার’ বন্ধ করে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হন নিজাম। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি।  

শুক্রবার (জুলাই) সকালে বাড়ির কাছাকাছি বাঘোপাড়া ঈদগাহ মাঠের পাশে গাছের সাথে বাধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। নিহতের গলায় ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।  

স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।  খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, বেশ কিছুদিন ধরে কে বা কারা নিজাম উদ্দিনকে মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।  হত্যার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১৬
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।