ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

আত্রাইয়ে জেএমবি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জুলাই ৮, ২০১৬
আত্রাইয়ে জেএমবি সদস্য গ্রেফতার

নওগাঁর: নওগাঁর আত্রাই উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত সদস্য মঞ্জুরুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মহাবিবি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মঞ্জুরুল। তিনি বাড়ি ফিরেছেন এমন খবরের ভিত্তিতে উপজেলার মহাবিবি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মঞ্জরুলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।