ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জঙ্গি হামলার প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
জঙ্গি হামলার প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ার পাশেসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার (১০ জুলাই) দুপুরে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সাভারের তালবাগ এলাকা থেকে শুরু হয়ে সাভার বাজার বাসস্ট্যান্ড সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে সংসদ সদস্য ডা. এনামুর রহমান বলেন, জঙ্গিরা দেশে চোরাগোপ্তা হামলা করে দেশে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।

সাভার ও আশুলিয়ায় কাউকে জঙ্গি বলে সন্দেহ হলে তাকে ধরে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তরের জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

বিক্ষোভ মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার পৌরসভার কাউন্সিলর মিনাজ উদ্দিন মোল্ল্যাসহ আওয়ামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।