ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক লীগের জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
স্বেচ্ছাসেবক লীগের জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জঙ্গিবাদ, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রুদের মূলো‍ৎপাটনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

রোববার (১০ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাউছার বলেন, ‘যারা স্বাধীনতায় বিশ্বাসী নন, তারাই আজ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছেন। কিন্তু কোনোভাবেই দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না। এর জন্য যদি আমাদের জীবন দিতে হয়, তাও আমরা দেবো’।

তিনি বলেন, ‘দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। আর এমন সময় একটি পক্ষ যারা দেশের কল্যাণ চান না, তারাই বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন। কিন্তু তারা হয়তো জানেন না, তাদের ষড়যন্ত্র রুখতে স্বেচ্ছাসেবক লীগ সদা প্রস্তুত’।

সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ বলেন, ‘জঙ্গি হামলা করে দেশের উন্নয়নে যারা বাধা দিচ্ছেন, তারা মানবতার শত্রু, দেশের শত্রু। আর এই শত্রুদের মোকাবেলা করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে’।

বিক্ষোভ সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে হাইকোর্ট মোড় হয়ে পল্টন, গুলিস্তান ও বঙ্গবন্ধু অ্যাভিনিউ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক লীগ।

বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নিখিল গুহ, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মো. নুরুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দেবাশিষ বিশ্বাস, সাধারণ সম্পাদক টিটু, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরানসহ বিভিন্ন থানার নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
এসজে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।