ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নর্থ-সাউথ ইউনিভার্সিটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
নর্থ-সাউথ ইউনিভার্সিটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

ঢাকা: নর্থ-সাউথ ইউনিভার্সিটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কি শিক্ষা দেওয়া হচ্ছে তা খতিয়ে দেখে সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মোহাম্মদ নাসিম।

 

তিনি বলেছেন, নর্থ-সাউথ শিক্ষার্থীদের কি লেখাপড়া শেখায়? কি শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে? কেন সেখানকার শিক্ষার্থীরা জঙ্গি হয়ে উঠছে- এসব এখন জনগণের প্রশ্ন। আমরা এটার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবো। খতিয়ে দেখবো।

মোহাম্মদ নাসিম রোববার (১০ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আগামী ১১ জুলাই বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী প্রতিরোধ সমাবেশ সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

মোহাম্মদ নাসিম বলেন, শোলাকিয়ার যুবকও নর্থ-সাউথ ইউনির্ভাসিটির। নর্থ-সাউথ ইউনিভার্সিটি ছেলে-মেয়েদের কী লেখাপড়া শেখায়! এখানে খুন করার শিক্ষা দেওয়া হচ্ছে! সেখানকার ছেলেরা কেন জঙ্গি হয়ে উঠছে? এটার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
 
তিনি বলেন, ধর্মের নামে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। টুপি, পঞ্জাবি পরে মানুষ হত্যা করা হচ্ছে। এটা কোন ধর্ম? ধর্মের নাম নিয়ে ৭১’র পরাজিত শক্তি এ সব ঘটনা ঘটাচ্ছে।
 
জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণের কথা উল্লেখ করে নাসিম বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমাদের প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করা উচিত। সরকারবিরোধী চক্রান্ত চলছে। কারণ গুলশানের হামলাকারীদের লক্ষ্য ছিল হামলা করে দ্রুত পালিয়ে যাওয়া। যাতে সরকার আরও বিপদে পড়ে। আমরা তাদের ঘেরাও করে রুখে দিতে পেরেছি। এখন আরও সতর্ক হতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, এসব কর্মকাণ্ড করে দেশকে বিতর্কিত করার জন্য একটি মহল থেকে ষড়যন্ত্র হচ্ছে। এরা আবার জাতীয় ঐক্যের কথা বলে। কিন্তু জনগণকে নিয়ে তো শেখ হাসিনার ঐক্য গড়ে উঠেছে। তাহলে আমরা আর কাদের সঙ্গে ঐক্য করবো?

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এস এম কামাল, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
এসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।