ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

কোটচাঁদপুরে অস্ত্র-গুলিসহ শিবির ক্যাডার গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
কোটচাঁদপুরে অস্ত্র-গুলিসহ শিবির ক্যাডার গ্রেফতার

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর কামিল মাদ্রাসা থেকে অস্ত্র, গুলি ও কিছু বইসহ আকরাম হোসেন (২৫) নামে এক শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ জুলাই) ভোর ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

আকরাম ওই উপজেলার অ্যাড়েন্দা গ্রামের আলম বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, ভোরে নাশকতা সৃষ্টির জন্য আট/১০ জন শিবির ক্যাডার ওই মাদ্রাসায় গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় বাকিরা পালাতে পারলেও আকরাম পুলিশের হাতে ধরা পড়েন। পরে ঘটনাস্থল থেকে একটি শাটার গান, রাইফেলের ১০ রাউন্ড গুলি, তিনটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি হাঁসুয়া, একটি ধারালো ছুরি ও ১৫টি বই উদ্ধার করা হয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর হোসেন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আকরামকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।