ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

দুর্গাপুর ও চারঘাটের ১৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
দুর্গাপুর ও চারঘাটের ১৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর ও চারঘাট উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।

সোমবার (১১ জুলাই) সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারা শপথ নেন।

জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ নেওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা হলেন- দুর্গাপুরের জয়নগর ইউপির শমসের আলী, পানানগরের আজাহার আলী, ঝালুকার মোজাহার আলী মণ্ডল, কিশমত গণকৈড়েরের আফসার আলী, মাড়িয়ার হাসান ফারুক ইমাম, দেলুয়াবাড়ির রিয়াজুল ইসলাম ও নওপাড়ার সাইফুল ইসলাম।

চারঘাট উপজেলার সদর ইউপির মোজাম্মেল হক, ভায়া লক্ষ্মীপুরের শওকত আলী, ইউসুফপুরের শফিউল আলম, নিমপাড়ার মনিরুজ্জামান, শলুয়ার জিয়াউল হক ও সরদহের হাসানুজ্জামান।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলে রাব্বি, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডি) দেওয়ান মোহাম্মদ শাহরিয়ার ফিরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) পারভেজ রায়হান, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রশিদ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত ২৮ মে ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে এ দু’উপজেলায় নির্বাচন হয়।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।