ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় যুবলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
সাতক্ষীরায় যুবলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের বিনেরপোতা ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন মিলনের (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে পুলিশ বিনেরপোতা এলাকার রজব আলির ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, যুবলীগ নেতা মিলনের বাড়ি রাজশাহী জেলায়। দীর্ঘদিন ধরে তিনি সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হিমেল হোসেন বাংলানিউজকে জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।  

এদিকে, মিলনের বাড়ির মালিক রজব আলি জানান, মিলনকে সোমবার স্থানীয় যুবক জিয়াউর রহমান, আবদুল মান্নান ও মিজানুর রহমান মারধর করে পুলিশে সোপর্দ করেছিল। পরে লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শাহনেওয়াজ ও অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ তাকে থানা থেকে মুক্ত করে আনেন। পরে রাতে নিজ ঘরে রশিতে ঝুলে আত্মহত্যা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।