ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে বিএনপির শোক র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
বাগেরহাটে বিএনপির শোক র‌্যালি ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: রাজধানীর গুলশানে রেঁস্তোরায় ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোক র‌্যালি করেছে বাগেরহাট জেলা বিএনপি।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে শহরের মুনিগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ে সামনে থেকে একটি র‌্যালি বের হয়।

পরে দলীয় কার্যালয়ে শোক সভা করেন বিএনপির নেতাকর্মীরা।

এ সময় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে দলীয় পতাকা অর্ধনমিত রেখে কালো ব্যাচ ধারণ করেন তারা।

বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবুর সভাপত্বিতে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, যুবদলের সভাপতি মেহেবুবুর হক কিশোর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, পৌর শ্রমিকদলের সভাপতি সেলিম ভূঁইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।