ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রামগতি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
রামগতি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) রাতে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ রামগতি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ঘোষণা দেয়।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বাংলানিউজকে জানান, রামগতি উপজেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক আরমান হোসেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তারা সাংগঠনিক আচরণবিধি লঙ্ঘন ও সংগঠনের ভাবম‍ূর্তি ক্ষুণ্ণ করার কাজে লিপ্ত ছিলেন। এমন পরিস্থিতিতে জরুরি সভা ডেকে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ০৪৫৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।