ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সুনামগঞ্জের ২৫ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
সুনামগঞ্জের ২৫ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

সুনানগঞ্জ: সুনামগঞ্জ জেলার ২৫ ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

বুধবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম তাদের শপথবাক্য পাঠ করান।


 
৪ জুন জেলার জামালগঞ্জ উপজেলার চারটি, বিশ্বম্ভরপুর উপজেলার পাঁচটি, তাহিরপুর উপজেলার সাতটি ও ধরমপাশা উপজেলার ১০টি ইউপিতে নির্বাচন হয়। এর মধ্যে তাহিরপুর উপজেলার দক্ষিণবাদাঘাট ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী সমান ভোট পাওয়ায় কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। তাই বুধবার ২৫ ইউপি চেয়ারম্যানরা শপথ নেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।