ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সন্ত্রাসের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
সন্ত্রাসের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের আহ্বান

ঢাকা: সন্ত্রাসবাদসহ সব ধরণের অপসংস্কৃতির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব জমিয়ত বাংলাদেশ নামের ইসলামী সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা আড়াইটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতারা এ আহ্বান জানান।

সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম বলেন, ইসলামের লেবাসধারী কিছু যুবক বিপথে চলে যাচ্ছে। তারা খুন, জিম্মিসহ নানা কৌশলে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে। এদের প্রতিরোধ করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রকৃত তদন্ত করে দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। তবেই সমাজ সন্ত্রাসমুক্ত হবে।

বক্তারা বলেন, জঙ্গি অপতৎপরতাকে ভিন্নখাতে না নিয়ে এর বিরুদ্ধে আমাদের সচেতন হওয়া জরুরি। সন্তানদের পারিবারিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। যারা ধর্মের অপব্যাখা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের ছাড় দেওয়া যাবে না। আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করলে এ পথে আর কেউ পা ফেলতে সাহস করবে না।

বক্তারা সম্প্রতি গুলশান, শোলাকিয়াসহ বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলার নিন্দা জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর যুব জমিয়ত শাখা সভাপতি তোফায়েল গাজ্জালি, সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
একে/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।