ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বড়াইগ্রামে ৫ ইউপি চেয়ারম্যানের শপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
বড়াইগ্রামে ৫ ইউপি চেয়ারম্যানের শপথ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারা শপথ গ্রহণ করেন।

জেলা প্রশাসক খলিলুর রহমান নব-নির্বাচিত চেয়ারম্যানদের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথবাক্য পাঠ করান।

পাঁচ ইউপির চেয়ারম্যানরা হলেন- বড়াইগ্রাম ইউপির মোমিন আলী, জোনাইল ইউপির তোজাম্মেল হক, নগর ইউপির নিলুফার ইয়াসমিন ডালু, গোপালপুর ইউপির আব্দুস সালাম ও চান্দাই ইউপির আনিসুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।