ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘নৌকা স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
‘নৌকা স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

তিনি বলেন, ‘নৌকা স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক।

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে’।  

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জুয়েল আরেং’র সমর্থনে নির্বাচনী প্রচারণায় এ আহবান জানান তিনি।

অ্যাডভোকেট জহিরুল হক খোকা ধোবাউড়া উপজেলা বাসস্ট্যান্ড, গোয়াতলা, তারাইকান্দিসহ বিভিন্ন স্পটে জনসংযোগ করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা সানাউল হক চঞ্চল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, হুমায়ুন কবির হিমেল প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ১৮ জুলাই এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
এমএএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।