ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। এসময় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের উত্তর তেমুহনীতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে লক্ষ্মীপুর সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কনক ক্বারীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দালাল বাজার ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার জের ধরে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় গ্রুপ প্রায় ৭/৮টি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (হেডকোয়াটার) জুনায়েত কাউসার বাংলানিউজকে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকরা অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।