ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

চিকিৎসাধীন রিজভীকে দেখতে গেলেন বিএনপি নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
চিকিৎসাধীন রিজভীকে দেখতে গেলেন বিএনপি নেতারা

ঢাকা: পাকস্থলির জটিলতায় অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে গেছেন বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, শামীমুর রহমান শামীম, মুনির হোসেন, মীর সরফত আলী সপুসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে দেখতে যান।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বাংলানিউজকে এ তথ্য জানান। এদিন বিকেলে তিনিও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবকে দেখতে যান।

তিনি আরও জানান, গুরুতর অসুস্থ হয়ে পড়লে এই বিএনপি নেতাকে বুধবার রাতে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
এসজেড/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।