ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গোপালপুরে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
গোপালপুরে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

টাঙ্গাইল: একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মামলার প্রধান আসামি এবং জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর প্রতিষ্ঠিত মেহেরুনেচ্ছা কলেজ সরকারিকরণের প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে উপজেলা আওয়ামী লীগ।

শনিবার(১৬ জুলাই) বিকেলে এক প্রতিবাদ সভা শেষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।

উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সদস্য ইউনুস ইসলাম তালুকদার ঠাণ্ডুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- পৌর মেয়র রকিবুল হক ছানা, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ, শহর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী গিয়াস উদ্দীন আহমেদ, আনোয়ার হোসেন বুলবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম ফরিদ প্রমুখ।

এদিকে, আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের ডিও লেটার ও সুপারিশে মেহেরুনেচ্ছা কলেজ সরকারিকরণে তালিকাভুক্ত হওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ