ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

চির নিদ্রায় শায়িত হলেন সাবেক এমপি রাজু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
চির নিদ্রায় শায়িত হলেন সাবেক এমপি রাজু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: চিরনিদ্রায় শায়িত হয়েছেন যশোরের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী রেজা রাজু।

শনিবার (১৬ জুলাই) বাদ আছর যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশের রাস্তায় দ্বিতীয় জানাজা শেষে শহরের ঘোপ সেন্ট্রাল রোড জামে মসজিদ-সংলগ্ন স্থানে সমাহিত করা হয় বর্ষিয়ান এ নেতার মরদেহ।

শুক্রবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলী রেজা রাজু।

শনিবার সকাল ১১টায় বর্ষীয়ান এই রাজনীতিকের মরদেহ নেওয়া হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে মরহুমের প্রথম জানাজা শেষে হেলিকপ্টারে
করে মরদেহ যশোর বিমান বন্দরে আনা হয়।

দুপুরে বিমান বন্দর থেকে আলী রেজা রাজুর মৃতদেহ ঘোপের বাসভবনে নেওয়া হয়। এরপর বিকেল চারটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত শহরের নেতাজী সুভাষচন্দ্র রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলী রেজা রাজুর কফিন রাখা হয়।

সেখানে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, সব সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সংসদ সদস্য, বিভিন্ন পৌরসভার মেয়রসহ সামাজিক-সাংস্কৃতিক কয়েকশ’ সংগঠন প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানায়।

পরে বাদ আছর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বৃষ্টির পানিতে কাঁদা হওয়ায় পাশ্ববর্তী রাস্তায় মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অন্যন্যেদের মধ্যে অংশগ্রহণ করেন- যশোর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য শাহ হাদীউজ্জামান, যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, ঝিনাইদহের মহেশপুর-কোটচাঁদপুরের সংসদ সদস্য নবী নেওয়াজ, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যবিপ্রবি ভিসি প্রফেসর ড. আব্দুস সাত্তার, যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, ন্যাপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জেলা সভাপতি মাস্টার নূরজালাল, জাসদের (ইনু) কেন্দ্রীয় কার্যকরি সভাপতি রবিউল আলম, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, জেলা যুবলীগ সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত দাস শান্ত, মরহুমের জামাতা চিত্রনায়ক ফেরদৌস, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক রবিউল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ