ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গৌরীপুরে কেন্দ্র দখলের অভিযোগ দুই প্রার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
গৌরীপুরে কেন্দ্র দখলের অভিযোগ দুই প্রার্থীর

ময়মনসিংহ: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপ-নির্বাচনে কেন্দ্র দখল করে সরকারি দলের লোকজন সিল মারছেন বলে অভিযোগ করেছেন মোটরগাড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক।

তিনি বলেন, ‘ভাঙনামারি ইউনিয়নের নাওভাঙ্গা, লাঙ্গলপুরসহ বিভিন্ন ভোটকেন্দ্রে নৌকা সমর্থকরা আমার এজেন্টদের বের করে দিয়েছেন।

সুষ্ঠু ভোট হলে আমিই নির্বাচিত হতাম’।

সোমবার (১৮ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে গৌরীপুর উপজেলার রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসে বাংলানিউজের কাছে এমন অভিযোগ করেন তিনি।

একই রকম অভিযোগ করেন ইসলামী ঐক্যজোটের প্রার্থী হাফেজ মাওলানা আবু তাহের খান। তিনি বলেন, ‘স্থানীয় ভাঙনামারি ইউনিয়নের ভোলার আলগি ভোটকেন্দ্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুন নূর খোকার নেতৃত্বে ক্যাডাররা আমার এজেন্টদের বের করে দিয়ে ইচ্ছামতো সিল মারছেন’।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এমএএএম/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ