ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘উন্নয়ন সহ্য না হওয়ায় দেশে জঙ্গি-সন্ত্রাস’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
‘উন্নয়ন সহ্য না হওয়ায় দেশে জঙ্গি-সন্ত্রাস’

ঢাকা: যারা দেশের উন্নয়ন সহ্য করতে পারে না তারাই দেশে জঙ্গি-সন্ত্রাসকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন নারী শ্রমিক মঞ্চের সভাপতি ও সংসদ সদস্য শিরিন আক্তার।

সোমবার (১৮ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সমানে ‘সাম্প্রদায়িকতা- জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবেলায় রুখে দাঁড়াও’ শীর্ষক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

নারীশ্রমিক মঞ্চ নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।  

মানববন্ধনে শিরিন আক্তার বলেন, আমাদের পোশাক শিল্পের সঙ্গে যারা জড়িত তাদের হত্যা করা হয়েছে, যোগাযোগ বিশেষজ্ঞদের হত্যা করা হয়েছে। এতে বোঝা যাচ্ছে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতেই এ জঙ্গি হামলা।

এ অবস্থার দ্রুত সমাধান করতে হবে। এ ধরনের হামলার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে।

তিনি আরও বলেন, নারীর উত্থান ঠেকাতেও এ ধরনের জঙ্গি হামলা হচ্ছে। পোশাক শিল্পে অধিকাংশই নারী শ্রমিক। নারী শ্রমিকদের বিশেষ নিরাপত্তা জোরদার করতে হবে।

যে কোনো সময় হামলার ঘটনা ঘটতে পারে এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্তকভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেন শিরিন আক্তার।
নারীশ্রমিক মঞ্চের নির্বাহী পরিচালক রোকেয়া রফিকের সঞ্চালনায় মানববন্ধনে  সংগঠনের সদস্য শামীম আরা, নীপা ফেরদৌস, শ্রমিক নেত্রী নাজমা আক্তারসহ বিভিন্ন পেশার নারী শ্রমিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এমসি/এএটি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ