ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ-৩ আসনে ৩ প্রার্থীর ভোট বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
ময়মনসিংহ-৩ আসনে ৩ প্রার্থীর ভোট বর্জন

ময়মনসিংহ: জাল ভোট ও অনিয়মের অভিযোগে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে উপ-নির্বাচনে তিন প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

তারা হলেন- জাতীয় পার্টির প্রার্থী শামসুজ্জামান জামাল, স্বতন্ত্র প্রার্থী (মোটরগাড়ি প্রতীক) হাফেজ আজিজুল হক ও ইসলামী ঐক্যজোট প্রার্থী মাওলানা আবু তাহের খান।

সোমবার (১৮ জুলাই) দুপুরে পৃথকভাবে তারা এ ভোট বর্জনের ঘোষণা দেন।

স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ প্রার্থীর লোকজন ৮৭টি ভোট কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে ফ্রি স্টাইলে জাল ভোটের মহোৎসব চালিয়েছে।

তিনি বলেন, জাল ভোট দেওয়ার সময় নৌকার সমর্থক আবু সাইদ ও নজরুলকে আমার লোকজন হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করেছে। একইভাবে কেন্দ্র দখল করে জাল ভোটের অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল ও ইসলামী ঐক্যজোট প্রার্থী হাফেজ মাওলানা আবু তাহের খান।

আবু তাহের খান বলেন, এ নির্বাচন জাতির সঙ্গে তামাশা।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ