ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
‘জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার’

ঢাকা: সুন্দরবন ধ্বংসের জন্য কয়লা ভিত্তিক রামপাল প্রকল্প হাতে নিয়ে সরকার আত্মবিশ্বাস প্রদর্শন নয়, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটির সদস্য সচিব ড. আনু মোহাম্মদ।

সোমবার (১৮ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এ মন্তব্য করেন তিনি।

রামপালসহ সুন্দরবন বিনাশী সব প্রকল্প বন্ধের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আনু মোহাম্মদ বলেন,সরকারের মুখ রক্ষা, নিজেদের অস্তিত্বের রক্ষার জন্য হলেও রামপাল প্রকল্প বন্ধের দাবি মানতেই হবে। সরকার আত্মবিশ্বাস নিয়ে বলছে প্রকল্প বন্ধে জনগণের মত নেই। এটা সরকারের আত্মবিশ্বাস নয় ঔদ্ধত্য, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। কোন ধরনের বিচার বিশ্লেষণ ছাড়া ১৬ কোটি মানুষের সর্বনাশ করা হচ্ছে। এটা গণবিরোধী চুক্তি।

সুন্দরবন রক্ষার দাবিতে গণভোটের দাবি জানিয়ে তিনি বলেন, সরকারকে চ্যালেঞ্জ দিয়েছি।   গণভোট দেন। সেই গণভোট যদি ৫ জানুয়ারির মতো বা  ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতো না হয় তাহলে রামপাল প্রকল্পের বিরুদ্ধে ৯৯শতাংশ ভোট পড়বে। সাহস থাকলে গণভোট দেন।

আনু মোহাম্মদ বলেন, ভারতের এক্সিম ব্যাংক সুনাম ক্ষুণ্ণ হবে জেনেও ভারত সরকারের ইচ্ছায় রামপাল প্রকল্পে ঋণ দিচ্ছে। আর ভারতে উৎপাদিত বাড়তি কয়লা বাংলাদেশে রপ্তানি করার জন্য এক্সিম ব্যাংক ভারত সরকারের কথা মেনে ঋণ দিয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলছেন ‘প্রকল্প বন্ধে আপনারা তো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারছেন না’। আর কত বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে হবে। আপনারা সুন্দরবন ধ্বংস করবেন না। এতে দেশের বিরাট ক্ষতি হয়ে যাবে। আরেকটি সুন্দরবন বানানো যাবে না। কিন্তু তারা মানছে না। যাদের কাণ্ডজ্ঞান লুপ্ত হয় তাদের বৈজ্ঞানিক জ্ঞান দিয়ে লাভ নেই।

আগামী ২৮ জুলাই সুন্দরবন রক্ষা ও রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় মুখোমুখি যাত্রা করবেন বলে জানান তিনি।

কমিটির আহ্বায়ক শেখ শহীদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, গণ সংহতি আন্দোলনের সমন্বয়কারী জুনায়েদ  সাকি,বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় বজলুল রশিদ, সিপিবির সাধারণ সম্পাদক আবু জাফর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা,১৮ জুলাই, ২০১৬
এমসি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ